
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের আইনশৃঙ্খলা সভায় এএসপি বেলায়েত হোসেন বলেন, “কেউ যেন গুজব ছড়াতে না পারে। গুজবে কান না দিয়ে প্রশাসনকে জানাতে হবে।” তিনি প্রতিমা বিসর্জন নির্ধারিত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে বলেন, “শীত আসছে, দিন ছোট হচ্ছে। তাই সন্ধ্যার আগেই বিসর্জন সম্পন্ন করতে হবে।”
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে থানা পুলিশ সর্বদা তৎপর থাকবে।” সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।