
রাঙ্গুনিয়ায় নকল স্বর্ণের বার দেখিয়ে এক নারীর কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকা নিয়েছে প্রতারক চক্র। রোববার বিকেলে উপজেলার শান্তিরহাট থেকে পাহাড়তলী যাওয়ার পথে জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারিত নারী রুবি আক্তার পোমরা সাফলেজা পাড়ার বাসিন্দা।
অন্যদিকে উপজেলার বেতাগী চম্পাতলী এলাকায় শনিবার গভীর রাতে প্রবাসী বেলালের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরেরা প্রায় দুই লাখ টাকার গরু নিয়ে গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।