1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মা ভবানী একতা সংঘের ভিন্নধর্মী আয়োজন: থিম ‘কৃষকের জীবনধারা’” “সত্য ও ইতিবাচক খবর তুলে ধরবে চলমান রাঙ্গুনিয়া” রাঙ্গুনিয়ায় ল্যাপটপ দেওয়ার নামে প্রতারণা, ইউএনও পরিচয়ে টাকা দাবি দুই দিনে রাঙ্গুনিয়ায় দুটি হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার’ — সহকারী পুলিশ সুপার প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার আজগরের রাঙ্গুনিয়া ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মুরাদ চৌধুরীর গণসংযোগ চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৫ অক্টোবর রাঙ্গুনিয়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় সাংবাদিকের নামে অপপ্রচার, থানায় জিডি

“প্রলোভনের বাইরে এক নির্মোহ সাংবাদিক”

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। সংবাদপত্রের মাধ্যমে সমাজের সমস্যা, সাফল্য, দুর্নীতি কিংবা ইতিবাচক পরিবর্তনের গল্প মানুষের সামনে তুলে ধরা হয়। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় সাংবাদিকতার সততা প্রশ্নবিদ্ধ হয়। আবার অনেকেই অন্যের সফলতা মেনে নিতে না পারার হতাশায় ভুগতে থাকেন।
এমন বাস্তবতায় যারা সৎ, নিষ্ঠাবান ও নিরপেক্ষ থেকে কাজ করে যাচ্ছেন, তারা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। ঠিক তেমনই একজন সাংবাদিক হলেন আব্বাস হোসাইন আফতাব। কলম সৈনিক হিসেবে যার পথ চলা দেড় যুগের বেশি সময় ধরে।
আব্বাস হোসাইন আফতাব দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলোর সাথে কাজ করেছেন। বর্তমানে দৈনিক যুগান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিটি প্রতিবেদনে ফুটে ওঠে সততা, বাস্তবতা এবং সাংবাদিকতার নৈতিকতা। তিনি কোনো ধরনের প্রলোভন বা চাপের কাছে নতিস্বীকার না করে সত্য প্রকাশে অটল থাকেন। এ কারণে তাঁর লেখা শুধু সংবাদ নয়, সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর তার এই সৎ পথের অগ্রযাত্রায় মাঝে মাঝে মিথ্যা ও বানোয়াট বাধা যে আসে না তা কিন্তু নয়! তবুও শত বাধা পেরিয়ে আবিষ্ট হয়েছেন তার নিজ লক্ষ্যে।
যারই ধারাবাহিকতায় নিজ মাতৃনীড় রাঙ্গুনিয়ার ছোট-বড় নানা সমস্যা, উন্নয়ন কার্যক্রম, সৃজনশীলতা কিংবা সাধারণ মানুষের জীবনের গল্প তিনি নিরপেক্ষভাবে তুলে ধরেন। তাঁর কলমে কোনো পক্ষপাত নেই, নেই ব্যক্তিগত স্বার্থের প্রতিফলন। তিনি বিশ্বাস করেন—সাংবাদিকতার মূল শক্তি হলো সততা ও দায়িত্বশীলতা। আর সেই নীতিতেই তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জরুরি হলো নৈতিকতা ও নিষ্ঠা। আব্বাস হোসাইন আফতাব তাঁর দায়িত্ব পালনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করছেন, আবার একইসাথে ধরে রেখেছেন সাংবাদিকতার আদর্শ। ফলে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুকরণীয় হয়ে উঠেছেন।
সত্য প্রকাশে আপসহীন, সমাজের প্রতি দায়বদ্ধ এবং সংবাদ জগতে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে আব্বাস হোসাইন আফতাব শুধু রাঙ্গুনিয়ার নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মতো সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরাই পারে জাতিকে সত্যের আলোয় পথ দেখাতে।
তার জীবনের বড় শত্রুর নাম তার ❝সফলতা ❞।পেশাজীবন ও ব্যক্তিগত জীবনে অনেক অসহায় ও নিরুপায় অভিভাবকহীন মানুষের সহায় হিসেবে কাজ করতে গিয়ে চক্ষুশুল হয়েছে অনেকের।তার ব্যক্তি ও পেশাগত জীবনকে ছোট ও হেয় করার জন্য যে আয়োজন তার প্রতি গভীরতম ঘৃণা প্রকাশ করছি।
❝আব্বাস হোসাইন আফতাব❞ ভাই আপনি এগিয়ে চলুন নিজ নিষ্ঠা ও আলো নিয়ে।যার মাধ্যমে আলোকিত হবে ব্যক্তি,সমাজ ও সর্বোপরি আমাদের এই দেশ।
প্রত্যাশা একটাই কোন।মিথ্যা ও বানোয়াট
মন্তব্য কখনোই আপনার সত্য ও ন্যায়ের পথের গন্তব্যকে রুখে দিতে!
পরিচিতিঃ
আব্বাস হোসাইন আফতাব
সাংবাদিক, লেখক ও সংগঠক
সম্পাদক- পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া
কার্যনির্বাহী সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থা, রাঙ্গুনিয়া।
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
১)দৈনিক যুগান্তর
২) চট্টগ্রাম মঞ্চ
৩) এশিয়ান টিভি ৪। ঢাকা ট্রিবিউন লেখক – এম মেরশেদ আলম, শিক্ষক ও সংগঠক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট