1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মা ভবানী একতা সংঘের ভিন্নধর্মী আয়োজন: থিম ‘কৃষকের জীবনধারা’” “সত্য ও ইতিবাচক খবর তুলে ধরবে চলমান রাঙ্গুনিয়া” রাঙ্গুনিয়ায় ল্যাপটপ দেওয়ার নামে প্রতারণা, ইউএনও পরিচয়ে টাকা দাবি দুই দিনে রাঙ্গুনিয়ায় দুটি হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার’ — সহকারী পুলিশ সুপার প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার আজগরের রাঙ্গুনিয়া ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় মুরাদ চৌধুরীর গণসংযোগ চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৫ অক্টোবর রাঙ্গুনিয়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় সাংবাদিকের নামে অপপ্রচার, থানায় জিডি

‘ ফেসবুকে আগেকার ছবি বা ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে ‘-এসপি সাইফুল ইসলাম সানতু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :
‘ফেসবুকে পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু। তিনি বলেছেন, গুজব যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের গীতাভবন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে এসপি সাইফুল ইসলাম উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন সার্বজনীন দূর্গা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদার, উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব হেলাল আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন দে’সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এসপি বলেন, কিছু মন্দিরে সম্পত্তি বা কমিটি নিয়ে বিরোধ থাকতে পারে। তবে সেটি চিন্তা করে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হলেও সব পূজা মণ্ডপকে সমানভাবে গুরুত্বপূর্ণ ধরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুজব রোধে জেলা পুলিশের মিডিয়া সেল কাজ করছে।
চন্দ্রঘোনার শ্রী শ্রী গীতাভবন মন্দির পরিদর্শনকালে এসপি পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট