তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ চালিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বক্তব্য দেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি হয়রত মওলানা শাহ মুজিবুল্লাহ প্রকাশ পাগলা মামা আউলিায়া, হয়রত মওলানা রাহাতুল্লাহ নকশাবন্দী, শাইখুল হাদিস আল্লামা নুরুচ্ছাফা নঈমী, হাফেজ মওলানা বিসমিল্লাহ শাহ, অধ্যক্ষ আল্লামা খাইরুল বসর নঈমীর মাজার জিয়ারত করেন।
এছাড়া প্রয়াত বিএনপি নেতা মৃত আহম্মদ সৈয়দ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আইয়ুব, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বশির, পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল গফুর সওদাগরের কবর জিয়ারত করেন।
এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক, সদস্য গাজী আইয়ুব, মরিয়মনগর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সৈয়দ হোসেন, সদস্য সচিব আবুল হাসেম, সরফভাটা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মরিয়মনগর ইউনিয়ন বিএনপি’র সদস্য জামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আবছার, ইদ্রিস আজাদ, মোঃ দৌলত হোসেন, মোজাফফর হেসেন, মিজানুর রহমান, মাষ্টার শামসুল আলম, এয়াকুব, ময়ুর, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী সাদেক, মো. জালাল, রাঙ্গুনিয়া কৃষক দলের সভাপতি মোঃ নসিম উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর সওদাগর, যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, সদস্য এরশাদ, সোহেল, ফোরকান, মুনসুর হাবিব, গিয়াস, ইমাম উদ্দিন, আনোয়ার, ফজল, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ কাইয়ুম, মরিয়মনগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আজম, ছাত্রনেতা, ইমরান, মুন্না, সাজ্জাদ, জিসান প্রমুখ।