1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৫ অক্টোবর

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে লিচুবাগান আলী ইমারত ভবনের দ্বিতীয় তলায়।
সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভোটার তালিকা প্রকাশ করা হবে সমিতির অফিসে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ অক্টোবর। যাচাই-বাছাই হবে ৬ অক্টোবর এবং একইদিন বিকালে বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে ৭ অক্টোবর। ওইদিন বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।৮ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এবং বিকালে প্রতীক বরাদ্দ হবে। এরপর ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে।
প্রার্থীদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে—সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ হাজার টাকা, সহসভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ হাজার টাকা এবং সদস্য পদে ৩ হাজার টাকা।
ভোটগ্রহণ শেষে একই দিনে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনায় রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ হাসান, সহকারী নির্বাচন কমিশনার ক্বারী মোহাম্মদ রফিক, মুজিবুল হক, হাজী ইলিয়াছ সিকদার, মোহাম্মদ মাহাবুব আলম, মো. আবদুর রহিম ও মো. নাদিম মুন্সি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট