বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-সাতকানিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ. মুরাদ চৌধুরী।
শনিবার মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়া থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে গণসংযোগ শুরু করে তিনি বিভিন্ন হাটবাজার ও বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন। পরে কাটাখালী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় মুরাদ চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত। তাঁর নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একত্রিশ দফা বাস্তবায়ন হবে।”
তিনি দাবি করেন, দলের দুঃসময়ে বারবার গ্রেফতার, জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি। সবসময় রাঙ্গুনিয়ার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।