রাঙ্গুনিয়া ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাখালি গ্যালাক্সি ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবু ফজল।
এ সময় বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক একরাম কবির মামুন এবং সদস্য সমীর বসাকসহ অন্যান্যরা।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানান।