রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় ব্যবহার করে শিক্ষকদের কাছ থেকে ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক প্রতারক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রতারক মোবাইলে ফোন করে শিক্ষকদের জনপ্রতি ২–৩ হাজার টাকা দাবি করে। শিক্ষকেরা সন্দেহ হলে সরাসরি ইউএনও মো. কামরুল হাসান এর সঙ্গে যোগাযোগ করেন।
ইউএনও জানান, তার নাম ব্যবহার করে প্রতারক ল্যাপটপ দেওয়ার কথা বলে অর্থ নিতে চেয়েছিল। শিক্ষকেরা সরকারি নম্বরে যাচাই করলে ঘটনা ফাঁস হয়। ইউএনও থানায় অভিযোগ করেছেন এবং সবাইকে সতর্ক করেছেন যেন কেউ ওই প্রতারকের সঙ্গে আর্থিক লেনদেনে না জড়ায়।