চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. প্রবীর খিয়াং বলেছেন, চলমান রাঙ্গুনিয়া সর্বদা সত্যকে সত্য বলবে। তিনি আরও বলেন, যে দৃষ্টিতে পত্রিকা রাঙ্গুনিয়াকে দেখবে, পাঠকরাও সেই দৃষ্টিতেই রাঙ্গুনিয়াকে দেখবেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রবীর খিয়াং আরো বলেন, “সঠিক তথ্য প্রচার করাই হবে এ পত্রিকার লক্ষ্য। তবে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা মানুষের চরিত্র নষ্ট করতে পারে। চলমান রাঙ্গুনিয়ার পাতায় আমি দেখতে চাই সমাজের অগ্রগতি, উন্নয়ন ও ইতিবাচক খবর।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলমান রাঙ্গুনিয়া পাঠক-লেখক সংগঠন বন্ধু সমাবেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সনজীব সুশীল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব, বাচিক শিল্পী এম. মোরশেদ আলম।
এসময় বক্তব্য দেন পাঠক মো. জামাল, মো. সালাউদ্দিন চৌধুরী, বন্ধু সমাবেশের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, সদস্য রবিউল মোস্তফা মুন্না, মুবিন উদ্দিন, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সম্পাদক জগলুল হুদা, যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সাংগঠনিক সম্পাদক সেতুল মির্জা, প্রচার সম্পাদক তাহসান খাঁন ইমন এবং ক্রীড়া সম্পাদক শাহজাহান শাওয়াল।
আলোচনা শেষে চলমান রাঙ্গুনিয়া পাঠক কুইজ বিজয়ী সৌমেন দেব, অভি শীল, সেরা কবিতা পুরস্কার বিজয়ী স্কুলছাত্রী সুমাইয়া চৌধুরী সোমা এবং চলমান রাঙ্গুনিয়ার মাল্টিমিডিয়া প্রধান সৌরভ সাহার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।