চট্টগ্রাম একাডেমির শৈলী প্রকাশনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো লেখক সাংবাদিক আকাশ আহমেদ এর নতুন কিশোর উপন্যাস “মেঘবালকের বৃষ্টি বিলাস”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ এবং প্রথিতযশা সাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশ্বিরা। অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি মর্জিনা আখতার, কিশোরবেলা সম্পাদক ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, কিশোর কাগজ ও লিমেরিক সম্পাদক রমজান মাহমুদ, শিশুসাহিত্যিক ও প্রকাশক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, আইকো’র পরিচালক এম কামাল উদ্দিন, লেখক ও সাংবাদিক আরিফ রায়হান।
আলোচকরা বলেন, কিশোরদের কল্পনা, স্বপ্ন আর বৃষ্টিময় প্রকৃতির মেলবন্ধনে লেখা এই বই কিশোর পাঠকদের নতুন আনন্দ দেবে। তারা লেখকের সাহসী উদ্যোগকে সাধুবাদ জানান।
লেখক অনুষ্ঠানে উপস্থিত সকল বিদগ্ধজনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বইটি প্রকাশ করেছেন আয়েশা হক শিমু (শৈলী প্রকাশন)। মোমিন উদ্দীন খালেদ করেছেন প্রচ্ছদ ও চাররঙা অলঙ্করণ। বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৮।
এছাড়া বইটি উৎসর্গ করা হয়েছে খ্যাতিমান শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আমিরুল ইসলাম, আসলাম সানি, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহকে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।