উদ্দীপ্ত তরুণ সংঘ, রাঙ্গুনিয়ার পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা মাওলানা আবদুর রহিমকে বিদায় জানানো হয়েছে। তিনি পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করছেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল্লাহ সরওয়ার, মোহাম্মদ জাফর আলম সাওদাগর, কেএম কুতুবুল আহসান, আব্বাস হোসাইন আফতাব, এবং উপদেষ্টা সচিব এম মোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রবিউল মোস্তফা মুন্না এবং অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত সবাই মাওলানা আবদুর রহিম এর সুস্থতা ও সফল ওমরাহ হজ্জ সম্পাদনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন—এই পবিত্র সফর তাঁর জীবনে অফুরন্ত বরকত ও আধ্যাত্মিক শক্তির উৎস হয়ে উঠবে। দেশে ফিরে এসে তিনি সমাজ ও জাতির কল্যাণে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।