রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সমিতির নেতৃবৃন্দ আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাবলু বড়ুয়া, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম উত্তরজেলার আহ্বায়ক বিশ্বজিৎ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈকত বড়ুয়া উত্তম, যুবদল নেতা বিদর্শন বড়ুয়া, রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার, পাইট্টালিকূল বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক সঞ্জয় বড়ুয়া, সুখবিলাস ভগবানপুর ধর্ম্মাংকুর সার্বজনীন বিহারের সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়া প্রমুখ।