রাঙ্গুনিয়া উপজেলার উত্তর-পূর্ব সৈয়দবাড়ি নতুন সমাজ আবাসিক এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা নুরুল আমিন হক্কানী। সভাপতিত্ব করেন মরিয়মনগর আশরাফ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন এস এম রফিকুল ইসলাম আশরাফী নঈমী আল মাইজভান্ডারি। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি এস এম রাকিবুল কাছেম আশরাফী নঈমী।
মাহফিলে নাত পরিবেশন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ। উপস্থিত ছিলেন মো. ইসমাইল সওদাগর, মো. রহিম উদ্দিন আশরাফী, মহিন উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, মো. শওকত, মো. সেকান্দর, মো. খোরশেদ আলম প্রমুখ।
জানা যায়, কলেজ গেটের পশ্চিমে সন্তোষ বাবুর ঘাটা এলাকায় অবস্থানকারী ২৫টি পরিবার নিয়ে নতুন এই সমাজ গঠিত হয়। এ মাহফিলের মধ্য দিয়েই নতুন সমাজটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
পরিশেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।