রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ১৫০০তম ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেতাগী ইউনিয়নের বিভিন্ন স্কুল–মাদ্রাসায় ক্বেরাত ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেতাগী আনজুমানে রহমানিয়া’র আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৪ সেপ্টেম্বর সকালে পূর্ব বেতাগী ইশ্কে মোস্তাফা (দঃ) ইবতেদায়ী মাদ্রাসায় এবং একইদিন দুপুরে গুনগুনিয়া বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে বেতাগী ইউনিয়নের ১টি দাখিল মাদ্রাসা, ৩টি উচ্চ বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৪টি কে.জি স্কুলসহ মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মাস্টার ফারুক আহমেদ ও সদস্য সচিব মুহাম্মদ জামাল হোসাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ,শিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ ওসমান গনি, মাওলানা হারুনুর রশীদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শরীফ, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, মাওলানা মিজানুর রহমান, শেখ মুহাম্মদ আসিফ হোসাইন, মোহাম্মদ জাবেদ হোসেন, হাফেজ মুহাম্মদ ইলিয়াছ ও হাফেজ শওকত ওসমান প্রমুখ।
প্রাথমিক ও ইবতেদায়ী স্তরে ১৫ জন ক্বেরাত ও ১৫ জন নাত প্রতিযোগী এবং দাখিল ও উচ্চ বিদ্যালয় স্তরে ৫ জন ক্বেরাত ও ৫ জন নাত প্রতিযোগীকে মেধাক্রম অনুযায়ী পুরস্কার প্রদান করা হবে। আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় দরবার–এ বেতাগী আস্তানা শরীফে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।