

প্রতিবেদন: সৌরভ সাহা
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মহাজনপাড়ায় এ বছরও ছাত্র সমাজের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব ১৪৩২ বাংলা
আয়োজকরা জানিয়েছেন, এবারের দুর্গোৎসবের
মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে “মাতৃরূপ”। তাদের মতে, দেবী দুর্গা কেবল অশুভ শক্তির বিনাশিনী নন, তিনি মাতৃত্ব, স্নেহ, শক্তি ও কল্যাণের প্রতীক। তাই এবারের পূজা অর্চনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আহ্বানে।

বিশেষ আকর্ষন এ থাকছে রাংগুনিয়ার সর্ববৃহৎ প্রতিমা
এবারের প্রতিমা নির্মাণ করেছেন বিশিষ্ট প্রতিমা শিল্পী গণেশ পাল।
দুর্গোৎসব উপলক্ষে থাকছে প্রতিদিনের পূজা অর্চনা, প্রসাদ বিতরণ আরো নানান আয়োজন।
গতকাল থেকে দর্শনার্থী ও ভক্তদের পদধুলিতে মূখরিত হচ্ছে উৎসব অঙ্গন। প্রতিবছর অনেক দূর দূরান্ত থেকে আসে ভক্তরা এ পূজা উপভোগ করার জন্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মায়ের আগমনে আলোকিত হোক প্রতিটি হৃদয়”—এই শ্লোগানকে সামনে রেখে তারা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের পূজা অর্চনায় অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।