রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি সুমী ভট্টাচার্যের। ঘরটি কাঁচা কাঠামোর এবং চার কক্ষবিশিষ্ট ছিল।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুসাইমং মারমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।