রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে । সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সরভাটা ও মরিয়মনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে-নাতে আটক করা হয় অভিযুক্তদের। পরে তাঁরা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫ টি মামলায় মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারও জব্দ করা হয়।
অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ, আনসার বাহিনী এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।