কর্ণফুলী ও ইছামতী নদী রক্ষায় রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছাখালি এলাকায় রাঙ্গুনিয়া ছাত্র সমাজ এর ব্যানারে তাঁরা অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সব বালুমহালের ইজারা বাতিলসহ চার দফা দাবি উপজেলা প্রশাসনের কাছে পেশ করেন।
আন্দোলনকারীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
তাঁদের চার দফা দাবি হলো— রাঙ্গুনিয়ার কর্ণফুলী ও ইছামতী নদীর সব বালু ইজারা ও বালু উত্তোলন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা, আগামী তিন দিনের মধ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে নদী রক্ষা কমিটি সংস্কার, নদীপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল,কর্ণফুলী নদীর বেতাগী পয়েন্টে নিরাপত্তা ফাঁড়ি স্থাপন।
কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের কাছে স্মারকলিপি দেন। এ সময় ইউএনও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।