1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

মা দূর্গা: নারী শক্তির অবিচ্ছেদ্য প্রতীক

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

আরুশ আরণ্যক

“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।”

নারী শক্তি এক অপরাজেয় শক্তি—যা সমাজ ও সংস্কৃতির প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই শক্তির মহত্তম প্রতীক হলেন মা দূর্গা। তিনি কেবল পূজার্চনার দেবী নন; তিনি নারী জীবনের সংগ্রাম, সাহস, ধৈর্য ও সম্মানের চিরন্তন প্রতিচ্ছবি।

মা দূর্গার দশভুজে ধারণ করা প্রতিটি অস্ত্র আসলে নারীর অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। তিনি মহিষাসুরকে পরাজিত করেন, আর এর মাধ্যমে নারীর অদম্য ইচ্ছাশক্তি, প্রতিবন্ধকতাকে জয় করার দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসকে সামনে তুলে ধরেন। যেমন নারী সংসারের রক্ষক, তেমনি তিনি সংসারের শান্তি ও শৃঙ্খলার অবিচল প্রহরী।

নারী শক্তি শুধু শারীরিক বল নয়; এটি মানসিক ও আত্মিক দৃঢ়তা, যা মা দূর্গার প্রতিটি স্তব, শ্লোক ও দেবীমন্ত্রে প্রতিফলিত। আজকের সমাজেও আমরা দেখি—নারীরা নানা বাধা-বিপত্তি অতিক্রম করে শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্বে নিজেদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করছেন। তারা আসলে মা দূর্গার শক্তিরই ধারাবাহিকতা বহন করছেন।

মা দূর্গার জীবনপাঠ আমাদের শেখায়—নারীর ক্ষমতায়ন সমাজের অগ্রগতির মূল চাবিকাঠি। নারী শক্তি মুক্ত হলে সে শুধু নিজের নয়, গোটা জাতির জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে।

অতএব, মা দূর্গার আরাধনা কেবল ধর্মীয় আচার নয়; এটি নারীর শক্তি, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। নারীর প্রতি সম্মান দেখানো মানে মানবতার প্রতি সম্মান দেখানো। মা দূর্গা আমাদের মনে করিয়ে দেন—নারী শক্তির মর্যাদা রক্ষা করা মানেই মানবতার বিজয় নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট