রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতনী সম্প্রদায়কে নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলো ঘুরে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন,“আমাদের দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের বড় পরিচয়। দেশনায়ক তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিতেই আজ আপনাদের কাছে এসেছি।”
প্রতিটি পূজা মণ্ডপে তিনি নিজ হাতে বস্ত্রসামগ্রী উপহার তুলে দেন। পরিদর্শনকালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে ছিলেন।