আব্বাস হোসাইন আফতাব :
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরজুড়ে আজ অন্যরকম চাঞ্চল্য। নবজাতক কান্নার মিশ্রণ, মায়েদের হাসি, নার্সদের তৎপরতা—সব মিলিয়ে যেন জীবনই উদযাপন করছে। একদিনে জন্ম নিয়েছে ৫ টি ফুটফুটে শিশু, সবই নরমাল ডেলিভারিতে। মা ও শিশু সবাই সুস্থ।
এক তরুণী মা বলেন,
“আগের সন্তানটা সিজার হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল, অনেক টাকা খরচও হয়েছিল। এবার ভেবেছিলাম হয়তো আবার সিজারই হবে। কিন্তু ডাক্তাররা খুব যত্নসহকারে সব কিছু বুঝিয়ে সাহস দিলেন। এখন আমার বাচ্চা আর আমি দুজনেই সুস্থ। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ শাহেদ হোসেন বলেন,
“নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ। আমরা চাই, প্রত্যেক মা নিজের শিশুকে নিরাপদে দেখতে পাবে। এটাই আমাদের দায়িত্ব এবং আনন্দ।”
সীমিত সরঞ্জাম, স্বল্প কর্মী—সব সীমাবদ্ধতার মাঝেও ডাক্তার-নার্সরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। একজন মা কণ্ঠে উচ্ছ্বাস যোগ করে বললেন, “সরকারি হাসপাতালেও এত যত্ন পাওয়া যায়—এটি সত্যিই আশার আলো।”
একদিনে জন্ম নেওয়া এই ৫ টি নতুন জীবন শুধু পরিবারগুলোর জন্য নয়, রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের জন্যও নতুন সম্ভাবনার বার্তা। হাসি, সেবার মান এবং আন্তরিকতা—এগুলো এখন সরকারি স্বাস্থ্যসেবার নতুন পরিচয়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারির এই সাফল্য যেন নতুন আশার আলো হয়ে ওঠেছে প্রতিটি পরিবারের হৃদয়ে।