চারিদিকে হইচই রব,
আনন্দে জেগে উঠল পাড়া।
মা ভবানীর এবারের থিম,
কৃষকের জীবনধারা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
ফসল ফলায় তারা।
তাই তো দুবেলা দু-মুঠো ভাত,
খেতে পাই আমরা।
মাথার ঘাম ঝরায় মাঠে,
কত কষ্ট বানের জলে।
তবুও নেই কোনো ক্লান্তি,
আছে শুধু শান্তির দোলে।
কৃষক ফসল ফলায়, কাটে,
বিক্রি করে হাটে।
সহজ-সরল চাষা তারা,
নেই স্বার্থ অন্য কাতে।
শুধুই জীবিকার তরে,
অক্লান্ত করে কাজ।
তাদের ঘামে ভেজা মাটিতে,
জীবন পায় সাজ।
(কলমে: সুমন সাহা)