1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

শুভ বিজয়া দশমী: বিদায়ের বেদনায় ভেসে গেল রাঙ্গুনিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদন: সৌরভ সাহা
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। রাঙ্গুনিয়ার আকাশে-বাতাসে আজ এক অদ্ভুত অনুভূতি—আনন্দ আর বেদনার মিশেল। মা এসেছিলেন ঘরে ঘরে আশীর্বাদ নিয়ে, আজ সেই মা ফিরে যাচ্ছেন কৈলাশে।

সকাল থেকেই উপজেলার দক্ষিণ সাবেক, সৈয়দ বাড়ি, শান্তিনিকেতন ও চন্দ্রঘোনাসহ বিভিন্ন মণ্ডপে জমে ওঠে পূজার আবহ। ঢাকের বাজনা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। বিশেষ করে দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মা ভবানী একতা সংঘের “কৃষকের জীবনধারা” থিমের মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
“কৃষকের জীবনধারা”কে কেন্দ্র করে সাজানো এই মণ্ডপে দেখা গেছে গ্রামীণ জীবনের বাস্তব প্রতিচ্ছবি। ধানের ক্ষেত, খড়ের গাদা, হালচাষ, গরুর গাড়ি—সব মিলিয়ে যেন দর্শনার্থীরা ফিরে গিয়েছেন শিকড়ের টানে। প্রতিমার চারপাশে দাঁড়িয়ে অনেকেই আবেগভরে বলছিলেন, “এ যেন শুধু পূজা নয়, মাটির মানুষের জীবনকথা।”

নারীরা সিঁদুর খেলার মধ্য দিয়ে মায়ের কাছে শান্তি, সমৃদ্ধি আর পরিবারের কল্যাণ কামনা করেন। হাসিমুখে সিঁদুর খেললেও চোখের কোণে যেন লুকিয়ে ছিল বিদায়ের অশ্রু। মন্ত্র উচ্চারণের সঙ্গে দেবীকে বিদায় জানাবেন। তখন আকাশ-বাতাসে ভেসে আসবে সেই চিরচেনা স্লোগান—
“অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির আগমন হোক।”

দশমীর সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। নারীরা সিঁদুর খেলার মাধ্যমে মায়ের কাছে পরিবারে শান্তি ও মঙ্গল কামনা করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ভক্তদের মাঝে।
ভক্তরা ঢাকঢোল ও উলুধ্বনির সঙ্গে দেবী দুর্গাকে বিদায় জানাবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, রাঙ্গুনিয়ায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উপজেলা প্রশাসন থেকে বিসর্জনস্থলগুলোতে ভ্রাম্যমাণ টহল দলের ব্যবস্থা রাখা হয়েছে।

শুভ বিজয়া দশমী উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তারা সবাইকে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান।

দেবী বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে জল, তবুও প্রত্যাশা—আগামী বছর মা দুর্গা আবার ফিরে আসবেন নতুন আনন্দ, নতুন আশীর্বাদ ও শুভ শক্তির বার্তা নিয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট