প্রবাসী সমাজের সংগঠন আল-হাইথাম কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে মরিময় নগরে মাসিক কার্যক্রমের অংশ হিসেবে এই মাসের শুরুতে চাউল বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু খাদ্যসামগ্রী নয়, ইতোমধ্যে বহু ক্যান্সার রোগীকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ট্রাস্টের সংশ্লিষ্টরা বলেন, প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন এডমিন ও প্রতিনিধি মো. আনিসুল শাহেদ, মো. আরিফুল ইসলাম বাবু, মো. রফিক, মো. জয়, মো. ইমন হোসেন, মো. কাইয়ুম ও মো. মিজান।