রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ সৈয়দবাড়ি আমিরিয়া জামে মসজিদ মাঠে রবিবার (৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই ইয়াজদাহুম মাহফিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া পৌরসভা শাখার উপদেষ্টা ও ৮নম্বর ওয়ার্ডের সহসভাপতি আলহাজ্ব মো. নুরুল আমিন তালুকদার। সভাপতিত্ব করেন দক্ষিণ সৈয়দবাড়ী আমিরিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা লক্ষীপুর জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান জালালী আশেকী। প্রধান ওয়ায়েজিন ছিলেন কদলপুর হামিদিয়া কামিল এম.এ মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ সৈয়দবাড়ি আমিরিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম আলকাদেরী। উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ সৈয়দবাড়ি শাখার সভাপতি মো. দিদারুল আলম। নাত পরিবেশনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী আশেকে মোস্তফা নঈমী, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. ইকবাল হোসেন সিদ্দিকী, মো. জোবায়ের ইসলাম, এবং মো. আকিবুল ইসলাম।
মাহফিল উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি। আয়োজন করে গাউছিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ সৈয়দবাড়ি শাখা।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।