রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা এওয়াক-এর উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও র্যালি সোমবার (৬ অক্টোবর) সকাল অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল — “ভিন্নতাই সৌন্দর্য, একতায় শক্তি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের যথাযথ চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন সহায়তা প্রদান করা গেলে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তারা সমাজে এই শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় অংশ নেন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। উপস্থিত ছিলেন এওয়াক-এর প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, সিবিআর অফিসার রেজাউল করিম, জোবেদা খাতুন, সিবিআর ফ্যাসিলিটেটর খোরশেদ আলম, তাপস বড়ুয়া, তামান্না আক্তার প্রমুখ।
এওয়াক-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নত হয় এবং তারা সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন। সংগঠনটির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়— আক্রান্তদের পাশে দাঁড়াতে, সহানুভূতির দৃষ্টিতে দেখতে এবং তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে।