জীবন
স্বর্ণা তালুকদার
চলো আজ শপথ করি
হিংসা ভুলে সত্যের পথ ধরি,
সময় চলুক নীতি কেন অস্থির,
সুখ স্বপ্নের বিনিময়ে হাজার গল্প
কড়া নাড়ে অল্প অল্প।
চলে জীবন মিষ্টি মোহন ভালো
কখনো অন্ধকার কখনো আলো
কখনো লক্ষ তারা আশা
কখনো সচেতন বদলে যায় পাশা।
মানবতা হলো জীবনে মুল
নতুন আশার জাগে ফুল।