কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আন্দোলনকে আরও বিস্তৃত রূপ দিতে রাঙ্গুনিয়া সচেতন ছাত্র সমাজ ও ইছামতি রক্ষা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, কর্ণফুলী নদী রক্ষায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। তারা অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।