1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিতে চাঁদাবাজ-দালালদের কোনো জায়গা নেই”-হুমাম কাদের চৌধুরী কর্ণফুলী নদীতে অবৈধ বালু তোলা রোধে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা “রাঙ্গুনিয়ায় চতুর্থবারের মতো পা‌লিত হ‌বে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব”২০২৫ ক্লাসে ইউএনও,শিক্ষার্থীদের মাঝে এক ভিন্ন সকাল রাঙ্গুনিয়ার লিচুবাগান ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন রোধে মতবিনিময় সভা নুরুল উলুম মাদরাসার উদ্যোগে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবিতে মানববন্ধন অ্যানথ্রাক্স রোগের লক্ষণ, কারণ ও চিকিৎসা সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ

বিএনপিতে চাঁদাবাজ-দালালদের কোনো জায়গা নেই”-হুমাম কাদের চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, “এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এখনো তারা ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। সতর্ক করছি বিএনপির সেই সব মোনাফেকদের, যারা তাদের সহায়তা করছে। এই মানুষদের আমাদের দলে কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, “আমরা এখন নির্বাচনমুখী, তাই অনেক কিছু সহ্য করছি। নির্বাচন হতে আর তিন-চার মাস বাকি। এর পরিণতি কিন্তু ভালো হবে না।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রামোর রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পদুয়া ইউনিয়নের রাজারহাট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুমাম কাদের চৌধুরী বলেন, “আওয়ামী লীগের কিছু দোসর এখনো ঘুরঘুর করছে। তারা ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। তবে মনে রাখতে হবে, আমরা জুলুম করব না, কিন্তু সেনাবাহিনী ও পুলিশ আমাদের পাশে থাকবে। আপনারা এদের শনাক্ত করে দিন।”

বিএনপিতে চাঁদাবাজ বা দালালদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই, আওয়ামীলীগের দালালদের কোনো জায়গা নেই। দলের শৃঙ্খলা মানতে হবে সবাইকে। যারা পদে থেকে ফায়দা নিতে চায়, তাদের পদে রাখা হবে না। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি দায়িত্ব না পালন করলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন তারেক রহমান সাহেব।”

সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ শওকত আলী নূর। সঞ্চালনা করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও যুবদল নেতা মো. রাসেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দল, যে দল জনগণের পাশে থাকে। আওয়ামীলীগের মতো লুটেরা নয়, ধর্ষণকারী নয়। বিএনপি গরিব মানুষের দল, ব্যবসায়ীদের সহযোগী।”

সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, “পদুয়ার হাসপাতালের নকশা করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আওয়ামী লীগ ১৮ বছর ক্ষমতায় থেকেও সেই হাসপাতাল নির্মাণ করতে পারেনি। হাছান মাহমুদ পদুয়ার সন্তান, কিন্তু নিজ এলাকায় একজন ডাক্তারও দিতে পারেননি। আশা করি, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান কয়েকজন ডাক্তার নিয়ে আসতে পারবে।”

হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামী প্রসঙ্গে হুমাম কাদের চৌধুরী বলেন, “শুধু বিএনপি নয়, গত ১৭ বছর ধরে সব বিরোধী দলই নির্যাতনের শিকার। এখন সময় এসেছে দেশকে গুছিয়ে নেয়ার। রাস্তায় হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানার দেখা গেছে। এরা কেউই আমাদের বাইরে নয়। গত ১৭ বছর তারা আন্দোলনে আমাদের পাশে ছিল। আমরা কাউকে ছোট চোখে দেখি না।”

এদিকে পদুয়ার জনসভাকে ঘিরে দক্ষিণ রাঙ্গুনিয়াজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো এলাকা। নির্ধারিত সময়ের অনেক আগেই ভরে যায় মাঠ। মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির এই জনসভা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট