আব্বাস হোসাইন আফতাব
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপি নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম। তিনি বলেছেন, “রাঙ্গুনিয়ায় বিভক্ত বিএনপির সব গ্রুপকে এক হয়ে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে চাই।”
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান বাংলোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বৃহত্তর চট্টগ্রাম বিএনপি ও জাগদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এম এন আলম বলেন, রাঙ্গুনিয়ার প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ এবং সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করেছেন।
আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি অবশ্যই প্রার্থী হব। নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরো বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাঙ্গুনিয়ায় যখন এসেছিলেন, আমি তাঁর সঙ্গে ছিলাম। ঘাগড়া খাল খননের সময়ও তাঁর সঙ্গে কাজ করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমি শহীদ জিয়ার আদর্শ ও চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই।”
উল্লেখ্য, কাজী এম এন আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। যার ফলে ১৯৭৯ সালে বিএনপি কতৃক প্রার্থী হন এবং উনার নির্বাচনী প্রচারনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে কাজী এম. এন. আলমের নির্বাচনী প্রচারনায় দুইবার অংশগ্রহণ করেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি রাঙ্গুনিয়ার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বৃহত্তর রাজানগর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।