1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য চান কাজী এম এন আলম

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপি নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম। তিনি বলেছেন, “রাঙ্গুনিয়ায় বিভক্ত বিএনপির সব গ্রুপকে এক হয়ে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে চাই।”

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান বাংলোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহত্তর চট্টগ্রাম বিএনপি ও জাগদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এম এন আলম বলেন, রাঙ্গুনিয়ার প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ এবং সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করেছেন।

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি অবশ্যই প্রার্থী হব। নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরো বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাঙ্গুনিয়ায় যখন এসেছিলেন, আমি তাঁর সঙ্গে ছিলাম। ঘাগড়া খাল খননের সময়ও তাঁর সঙ্গে কাজ করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমি শহীদ জিয়ার আদর্শ ও চিন্তাধারা বাস্তবায়ন করতে চাই।”

উল্লেখ্য, কাজী এম এন আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। যার ফলে ১৯৭৯ সালে বিএনপি কতৃক প্রার্থী হন এবং উনার নির্বাচনী প্রচারনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে কাজী এম. এন. আলমের নির্বাচনী প্রচারনায় দুইবার অংশগ্রহণ করেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি রাঙ্গুনিয়ার প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বৃহত্তর রাজানগর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট