1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

রাঙ্গুনিয়ায় জামায়াতের এমপি প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের এমপি প্রার্থী পরিবর্তন করেছে। পূর্বে ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের অনুরোধে তাঁর পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৭ আসনের পরিচালক অধ্যাপক ফজলুল করিম। অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, ডা. এ টি এম রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা মুফাসসির পরিষদের সহসভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন, এবং সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।
দায়িত্বশীল সমাবেশ থেকে আগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা যায়, ডা. এ টি এম রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট