রাঙ্গুনিয়ায় মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসের শিশুমেলা মডেল স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইসমাইল হুসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মং মার্মা এবং স্বাস্থ্য সহকারী মো. আবু বক্কর প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে, যা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।
প্রথম ১০ কর্মদিবসে বিদ্যালয়ভিত্তিক টিকাদান চলবে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। প্রতিদিন গড়ে প্রায় ৯ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।
রাঙ্গুনিয়ায় মোট ১ লাখ ১১ হাজার ৬০৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল টার্গেট ৭৭ হাজার ৮৮৪ জন এবং কমিউনিটি টার্গেট ৩৩ হাজার ৭২৩ জন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪২০টি বিদ্যালয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
বক্তারা বলেন, টাইফয়েড দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। সবার সহযোগিতায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।