রাঙ্গুনিয়ায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মীর মো. নাজমুল হক এর সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। সপ্তাহব্যাপি প্রশিক্ষণে গবাদি পশু পালন, বেকিং এবং সেলাই প্রশিক্ষণ এই তিনটি বিষয়ের ওপর ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।