আব্বাস হোসাইন আফতাব। চোখে স্বপ্ন, কণ্ঠে সুর, আর হৃদয়ে রবীন্দ্রনাথ। রাঙ্গুনিয়ার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সম্পূর্ণা সৌমি সাহা আজ সঙ্গীতজগতে নিজের এক নতুন অধ্যায় লিখছে। ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার রবীন্দ্রসংগীত বিভাগে চট্টগ্রাম বিভাগীয় অডিশনে তৃতীয় স্থান অর্জন করে সে এখন জাতীয় পর্যায়ের মঞ্চে পা রাখতে যাচ্ছে।
গ্রামের বিদ্যালয়ের এই কিশোরী যখন সুরের তালে গেয়ে ওঠে— “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার তলে”—তখন শ্রোতাদের চোখে ঝিলিক দেয় বিস্ময়ের আলো। তার গলার মিষ্টি টান, ভরাট উচ্চারণ আর অনুভবময় উপস্থাপনা বিচারকদেরও মুগ্ধ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান ও সহকারী প্রধান মো. আবু সায়েম বলেন, " “সম্পূর্ণা খুব মনোযোগী ছাত্রী। প্রতিদিন নিয়মিত অনুশীলন করে, নতুন গান শেখার প্রতি ওর আগ্রহ অপরিসীম। জাতীয় পর্যায়ে ওর প্রতিভা আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। সম্পূর্ণার এই অর্জনে আমরা ভীষণ গর্বিত। জাতীয় পর্যায়েও সে যেন রাঙ্গুনিয়ার নাম উজ্জ্বল করতে পারে, এই কামনাই আমাদের।”
সম্পূর্ণার স্বপ্ন একদিন দেশের বড় মঞ্চে রবীন্দ্রসংগীতকে নিজের কণ্ঠে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মকে সুরের পথ দেখানো। তার এই যাত্রা হয়তো অনেক দূর যাবে, কারণ প্রতিটি সুর, প্রতিটি কবিতা, আর প্রতিটি মঞ্চে সম্পূর্ণা খুঁজে ফেরে নিজের স্বপ্নের আলো।