সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই স্লোগানে রাঙ্গুনিয়ায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ফায়ার সার্ভিস কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করে। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, র্যালি, দূর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান,মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গৃনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস এর রাঙ্গুনিয়া স্টেশন এর লিডার মো. জাহেদুর রহমান প্রমুখ।