
আব্বাস হোসাইন আফতাব : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিচালিত দেশসেরা শিশু প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৫ এর দেশাত্মবোধক গান বিভাগে চট্টগ্রাম বিভাগ থেকে চূড়ান্ত পর্বে পৌঁছেছে কিশোরী কণ্ঠশিল্পী মিনা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী মোনালি বড়ুয়া।
রাঙ্গুনিয়ার এই মেধাবী কন্যা স্থানীয়ভাবে পরিচিত তার সুমধুর কণ্ঠ ও সংগীতনিষ্ঠা দিয়ে। বাবা লিটন বড়ুয়া ও মা হ্যাপি বড়ুয়ার একমাত্র সন্তান মোনালি ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগী। পরিবার, শিক্ষক ও সংগীত বিদ্যালয়ের অব্যাহত অনুপ্রেরণাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক সাফল্যের পথে।
“গান আমার প্রাণের ভাষা। যখন গাই, মনে হয় আমি পুরো পৃথিবীকে ছুঁয়ে ফেলছি” জানায় মোনালি, তার চোখে ভবিষ্যতের স্বপ্নময় দীপ্তি।
মিনা সংগীত বিদ্যালয়ের প্রশিক্ষক রানা বড়ুয়া ও ফুলকি বড়ুয়া বলেন, মোনালি শুধু প্রতিযোগিতার জন্য নয়, গানের মূল আত্মাকে ধারণ করেই এগিয়ে চলেছে। তার কণ্ঠে শুদ্ধতা ও আবেগের মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করে।
চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় পর্বে ওঠা এই সাফল্য শুধু তার পরিবারের নয়, রাঙ্গুনিয়ার সাংস্কৃতিক অঙ্গনেরও এক গর্বের অর্জন। শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আশাবাদী আগামীর কঠিনতম প্রতিযোগিতাগুলোকেও জয় করে সে আরও বড় সাফল্য বয়ে আনবে দেশের জন্য।