আব্বাস হোসাইন আফতাব :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে গত কয়েকদিন ধরে একটি নাম ঘুরে বেড়াচ্ছে কে এসকে হৃদয়। বাদ্যের তালে তালে গান গেয়ে ভোট চাইছেন তিনি। হাসিমুখে মাইক হাতে তাঁর সেই ভিন্নধর্মী প্রচারণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
কে এসকে হৃদয় এর পুরো নাম কাজী শফিউল কালাম। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তিনি। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। ব্যালট নম্বর ১।
ক্যাম্পাসে তাঁর প্রচারণা যেন এক উৎসব গান, সুর, হাসি আর তরুণদের উচ্ছ্বাসে ভরা। সাধারণ নির্বাচনী লিফলেট বা পোস্টার নয়, বরং নিজস্ব শিল্পীসত্তা দিয়েই তিনি সবার দৃষ্টি কেড়েছেন।
হৃদয় বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘ ক্যাম্পাস বাউলিয়ানা’র সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের জনসংযোগ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বন্ধুসভা’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
শুধু সংগঠক নন, তিনি একজন নাট্যশিল্পীও। ইতিমধ্যে অভিনয় করেছেন বেশ কিছু টেলিভিশন নাটকে—মাছরাঙা টিভির “ক্যাম্পাস”, চ্যানেল আইয়ের “প্রথম প্রেমের মতো”, সুলতান এন্টারটেইনমেন্টের “দেখা হবে বন্ধু”, এটিএন বাংলার “সময়ের গল্প” এবং চ্যানেল আইয়ের “হি এন্ড সি”–তে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তিনি নিয়মিত মুখ। শৈত্যোৎসব, পিঠা-পুলি মেলা, বসন্ত উৎসব, ফাগুন উৎসব, এমনকি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম এলামনাই অনুষ্ঠান এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশমব সব জায়গায়ই ছিল তাঁর প্রাণবন্ত উপস্থিতি।
নিজের প্রচারণা প্রসঙ্গে কে এসকে হৃদয় বলেন, “সংস্কৃতি মানেই প্রাণ। আমি চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি হোক শিক্ষার্থীদের হৃদয়ের জায়গা। তাই আমি আমার প্রচারণাতেও আনন্দ ও সংস্কৃতির ছোঁয়া রাখতে চেয়েছি।”
আগামী ১৬ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। কে এসকে হৃদয় আশা করছেন, শিক্ষার্থীরা সংস্কৃতিপ্রেমী, সৃজনশীল চিন্তার এই প্রচেষ্টাকে মূল্যায়ন করবেন।