রাঙ্গুনিয়া পৌরসভার কলেজ গেট সংলগ্ন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসার হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ছবক প্রদান অনুষ্ঠান সোমবার (১৩ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শুলক বহর মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা মুফতি রিয়াজউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী রহমানিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নজরুল ইসলাম, বাইতুলইজ্জাহ কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকের হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার,সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আহমাদুল্লাহ সিদ্দিকী মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা হিফ্জ শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও আদর্শিক বিকাশে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।