আব্বাস হোসাইন আফতাব : শিশুদের স্বপ্ন, সৃজনশীলতা এবং সম্ভাবনার মেলবন্ধন যখন এক জায়গায় জড়ো হয়, তখন তা দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এ বছরও সেই প্রেক্ষাপটের উদাহরণ হয়ে দেখা দিয়েছে।
এই আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মিনা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নীলা বড়ুয়া পূর্ণা প্রথম স্থান অধিকার করে সকলের হৃদয় জিতে নেন। ছোট্ট এই শিল্পী তার আবেগঘন এবং মননশীল পরিবেশনায় প্রমাণ করলেন, বয়স কেবল সংখ্যা; মেধা এবং মননশীলতা থাকলে বড় সাফল্যও সম্ভব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক, স্বপ্নীলা বড়ুয়া পূর্ণাকে প্রথম পুরস্কার তুলে দেন। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত হয়ে তার পাশে দাঁড়ান।
বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম-এর কর্মকর্তারা বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীল প্রতিভা উন্মোচন এবং শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
স্বপ্নীলা বড়ুয়া পূর্ণার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি চট্টগ্রামের শিশু প্রতিভার উজ্জ্বল পরিচয় এবং ভবিষ্যতের সম্ভাবনার আশাব্যঞ্জক বার্তা।