রাঙ্গুনিয়া উপজেলায় এবারের এইচএসসি ২০২৫ পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৬.৯৭ শতাংশ। অন্যদিকে আলিম পরীক্ষায় পাশের হার ৯৪.৬৯ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৫২ জন এবং অনুত্তীর্ণ ৯৬২ জন। উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাশের হার ৫২.৬ শতাংশ, যা উপজেলার গড়ের তুলনায় কিছুটা বেশি।
সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ ৭৫.৮৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয় ৬২.৭১ শতাংশ নিয়ে।
অন্যদিকে সবচেয়ে কম পাশের হার রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে, মাত্র ১৫.৮৫ শতাংশ।
এছাড়া রাঙ্গুনিয়া সরকারি কলেজে পাশের হার ৪৬.১৯ শতাংশ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ৪৭.৪০ শতাংশ, এবং মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ৪৯.৪৫ শতাংশ।
অন্যদিকে আলিম পরীক্ষায় এবার রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীরা চমক দেখিয়েছে। উপজেলায় মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। পাশের হার ৯৪.৬৯ শতাংশ।
সবচেয়ে ভালো ফলাফল করেছে রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাযিল মাদ্রাসা, জামেয়া নঈমিয়া তৈয়বিয়া ফাযিল মাদ্রাসা এবং মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা তিনটিই ১০০% পাশ করেছে।
মোট ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, “মাদ্রাসা শাখায় ধারাবাহিক ভালো ফলাফল সন্তোষজনক। তবে কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে আরও মনোযোগী হতে হবে।”