1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

‘দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাঙ্গুনিয়া গড়তে চাই’ – জামায়াত প্রার্থী ডা. রেজাউল

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বলেছেন, তিনি একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়া গড়তে চান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মরিয়মনগর জামায়াত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন ও জনকল্যাণে ২০ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

ডা. রেজাউল করিম বলেন, “আমি এই মাটির সন্তান, এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার। রাঙ্গুনিয়ার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়তে চাই।”

তিনি জানান, তাঁর ২০ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ, মরিয়মনগর–রাণীরহাট ডিসি রোড প্রশস্তকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্ণফুলী নদীর দূষণ রোধ এবং প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।

জুলাই–আগস্টের গণআন্দোলনে নিহতদের স্মরণ করে ডা. রেজাউল করিম বলেন, “আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর শহিদদের, যাঁদের রক্তের বিনিময়ে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।”

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের সুচিন্তিত পরামর্শ আমার জন্য অমূল্য।” তিনি নির্বাচনে সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী প্রথমে এই আসনে অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে বয়োবৃদ্ধ ও অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়ালে তাঁর ভাগিনা ডা. এ টি এম রেজাউল করিমকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম বর্তমানে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট