
দৈনিক যুগান্তর-এ সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা পার্কিং ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ইজারা গ্রহীতা নাসের উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল, পৌরসভার গোডাউন এলাকায় যাত্রী ওঠানামার সময় পার্কিং রশিদের নামে চাঁদা আদায় করা হচ্ছিল। গণ উপদ্রব এর ধারায় তাকে এই জরিমানা করা হয়।
গত সোমবার (২০ অক্টোবর) যুগান্তর-এ ‘রশিদে লেখা পার্কিং, আদায় হচ্ছে যাত্রী তোলার চাঁদা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে ১০ টাকার রশিদ দিয়ে টাকা আদায় করা হচ্ছে, যা আসলে পার্কিং নয়—যাত্রী তোলার নামে আদায়কৃত চাঁদা।
এই বিষয়ে রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।