বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর গ্রামে চুরির ঘটনা বেড়েছে। গত ১০ থেকে ১২ দিনের মধ্যে অন্তত ১২টি বাড়িতে চুরি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের আঁধারে চোরের দল ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লোপাট করছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে আছে—
আব্দুল শুক্কুর ড্রাইভারের অটোরিকশা থেকে দুটি ব্যাটারি,
মনোয়ারা বেগম মানুর বাড়ি থেকে একটি ব্যানগাড়ি,
সোলাইমান কমান্ডারের নির্মাণাধীন ভবন থেকে দুই টন লোহা ও স্টিল শাটার,
শাহাদাত হোসেন সুমনের কাচারি ঘর থেকে ৪০০ কেজি লোহা ও ২০ ফুট প্লাস্টিক পাইপ,
কাজী ওবাইদুল হক হক্কানির ভবনের ছাদে রাখা ১৮ পিলারের রড,
মো. রোকনের একটি গাজী মোটর,
ইলিয়াস সওদাগরের ২০০ কেজি লোহা,
করিম বক্স বলি ও মো. রিটনের বাড়ি থেকে দুটি টিউবওয়েল,
এবং শামসুল আলমের বাড়ি থেকে একটি কম্পেসার চুরি হয়েছে।
সর্বশেষ ঘটনায় স্থানীয় বাচা মিস্ত্রির সুপারি বাগানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘কাদের ডেকোরেশন’ নামে পরিচিত এক ব্যক্তি। তাঁর সঙ্গে আলমগীর নামে আরও একজন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, এসব চুরির সঙ্গে স্থানীয় চার তরুণ জড়িত।আবদুল হালিম গুন্নিবালীর ছেলে মো. হাসান রিমন (২৪), আবদুল মালেক বাচ্ছুর ছেলে মহিউদ্দিন (২৫), মুহাম্মদ সফির ছেলে তারিফ (২৩)ও সেলিমের ছেলে আরিফ (২৪)।
স্থানীয়রা বলেন, এসব তরুণ মাদকাসক্ত। মাদকের খরচ জোগাতে চুরি-ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে তারা।
তারা আরও অভিযোগ করেন, একের পর এক চুরির ঘটনায় পুলিশ এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী।