রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গ্রামভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ অক্টেবর) সকালে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রশিক্ষক নাদিরা পারভীন, সরফভাটা ইউনিয়নের দলনেতা জসীম উদ্দিন এবং ইউনিয়ন দলনেত্রী শামীমা আকতার।
প্রশিক্ষণের সমাপনী দিনে অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান।