 
     
 সাংবাদিক, শিশু সাহিত্যিক, লেখক আকাশ আহমেদ এর কিশোর উপন্যাস ‘মেঘ বালকের বৃষ্টি বিলাস’-এর মোড়ক উন্মোচন হয়েছে। বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি আয়োজিত ‘শিশু সাহিত্য উৎসব ২০২৫’-এর দ্বিতীয় দিন শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মোড়ক উম্মোচন।
‘উৎসবের সৃজনে আনন্দে’ শীর্ষক পর্বে সভাপতিত্ব করেন কবি ও শিশুসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা।
আলোচক ছিলেন কিশোর কবিতার নন্দিত কবি আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ ও কাসেম আলী রানা, কবি ও ছড়াকার জি এম জহির উদ্দীন, কবি ও গল্পকার দীপক বড়ুয়া, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া ও মারজিয়া খানম সিদ্দিকা।
আলোচকবৃন্দ বলেন, নতুন প্রজন্মের সৃজনশীল ভাবনা ও আবেগ শিশুসাহিত্যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ‘মেঘ বালকের বৃষ্টি বিলাস’ কেবল একটি বই নয়, বরং মেঘের ভেতর লুকানো কিশোর মনের কবিতার ছায়া বৃষ্টির মতোই নির্মল ও মুগ্ধকর।
উৎসবের বিকেলটা তাই হয়ে উঠেছিল সৃজন আর আনন্দের মিলনক্ষেত্র। লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমঞ্চ ভরে উঠেছিল বৃষ্টিমাখা মেঘের মতো উজ্জ্বল উচ্ছ্বাসে।
