রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা জুমপাড়া এলাকায় ইটভর্তি একটি চাঁদের গাড়ি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে খুঁটি হেলে পড়ে এবং বৈদ্যুতিক তার রাস্তায় ঝুলে যায়। ফলে ওই সড়ক দিয়ে বড় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, দুর্ঘটনার পর সড়কের ওই অংশে ঝুঁকি দেখা দিয়েছে। তারা চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।