
চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের জুম পাড়া এলাকায় ইট ভর্তি চাঁদের গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খুঁটি হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক তার নিচে নেমে আসায় এলাকায় বড় গাড়ি চলাচলে সাময়িক অসুবিধা দেখা দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ফয়সাল হোসেন জানান,
“বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লাইনম্যান পাঠিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলাকা নিরাপদ করা হয়েছে। খুঁটি পরিবর্তনের জন্য কাজ চলছে।”
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যেই নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।