1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রী সম্পূর্ণার অকাল মৃত্যু, শিক্ষকের ফেসবুকে কান্নাভেজা স্মৃতি রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত ছোট্ট মিমির শেষ সকাল দ্যা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নামে অপকর্মে সতর্ক থাকার আহ্বান ‘আওয়ামীলীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে ‘ – জামায়াতের সমাবেশে বক্তারা সরফভাটায় অভিযানে বালু তোলার ড্রেজার জব্দ,লক্ষাধিক টাকা জরিমানা রাঙ্গুনিয়া মহিলা কলেজে এইচএসসিতে সাফল্যের সুবর্ণধারা অব্যাহত সুযোগ পেলে রাঙ্গুনিয়ায় আধুনিক ১০০ শয্যার হাসপাতাল হবে — ডা. এটিএম রেজাউল করিম ইয়াসিন আর ফিরবে না : মামার বাড়িতে পানিতে ডুবে মৃত্যু

তিনটি ছোট জীবন থেমে গেল এক বিকেলের জলে

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :
বিকেলের মিষ্টি রোদটা তখন হালকা কমে এসেছে। পারুয়া ইউনিয়নের ছোট্ট গ্রামটিতে শিশুরা খেলছিল উঠানে। হাসির শব্দে ভরে ছিল চারপাশ। কেউ জানত না, এই হাসিই হবে শেষ হাসি তিন শিশুর সুমাইয়া (১১) হাবীবা (৭) আর জান্নাত (৭)। তারা তিনজনই একে অপরের আত্নীয়-স্বজন। সুমাইয়ার বাবার নাম মো. রাজু, হাবীবা এর বাবা মো. কালু ও জান্নাতএর বাবার নাম মো. নাসের। পুকুরে দেখতে পেয়ে ৩ শিশুর নিথর দেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খেলার ছলে তারা গিয়েছিল পাশের পুকুর পাড়ে। কেউ বুঝে ওঠার আগেই নিস্তব্ধ হয়ে যায় আকাশ-বাতাস। কিছু সময় পর না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খুঁজতে থাকেন। হঠাৎ কারও চোখে পড়ে, পুকুরের পানিতে ভাসছে তিনটি নিথর দেহ। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে চারপাশ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামের স্থানীয় একটি মসজিদের পুকুরে পড়ে তারা মারা যান।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। গ্রামের প্রতিটি ঘরে যেন একটিই প্রশ্ন— কেন এমন হলো?

মা-বাবারা নির্বাক, কেউ কথা বলতে পারছেন না। যাদের কোলে একটু আগেও সন্তানরা হাসছিল, সেই কোল আজ খালি।
বিকেলের শেষ সূর্যটা যখন দিগন্তে হারিয়ে গেল, তখনো কান্নার ধ্বনি ভেসে আসছিল পারুয়ার সেই গ্রাম থেকে।
তিনটি শিশুর চলে যাওয়া যেন নিস্তব্ধ করে দিয়েছে সবার হৃদয়।
পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনা পারুয়ায় অনেক দিন দেখিনি। তিনটি নিষ্পাপ শিশুর মৃত্যুতে আমরা সবাই শোকে ডুবে আছি।”
জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার বলেন,’পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট