1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির স্মরণসভা

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

প্রখ্যাত আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পর্ষদের সাবেক সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণসভায় বক্তারা বলেন—“সুন্নিয়তের আদর্শ প্রতিষ্ঠায় রুহুল আমিন সাহেবের অবদান অনন্য। তিনি আমৃত্যু সুন্নিয়তের রাজনৈতিক বিজয়ের লক্ষ্যে কাজ করেছেন, ভয়-ভীতি ও হুমকি-ধমকিকে পদদলিত করে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা বিরল দৃষ্টান্ত।”

বক্তারা আরও বলেন, “তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সর্বস্তরের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শনিবার রাঙ্গুনিয়া বিএম স্কয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন আহবায়ক মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন হাছান।
সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামআতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, প্রেসিডিয়াম সদস্য ও রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, রাহাতিয়া নূরিয়া দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী, অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমান প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইকবাল হাছান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু আজম, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, ড. অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন আল কাদেরি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন নূর, অধ্যাপক ইলিয়াস আহমদ নঈমী, অধ্যাপক মাওলানা আবু নওশাদ নঈমী, কাজী আব্দুল হামিদ নঈমী, প্রবাসী নেতা মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরি, মাহমুদুর রশিদ মাসুদ, মুহাম্মদ দিদারুল আলম দিদার, মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন নিজামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরি, যুবনেতা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, আজিম উদ্দিন আহমেদ ও সৈয়দ মুহাম্মদ খাইরুল আমিন মামুন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আহবায়ক মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নূরী, সচিব এয়ার মুহাম্মদ এমরান হোসাইন পিয়ারু ও মুহাম্মদ শাহ শাওন।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কে. এম. এফ. মুহাম্মদ ইকবাল হোসাইন, মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আরিফুর রহমান রাশেদ, এম এ শাকুর, মুহাম্মদ জয়নাল আবেদীন, রবিউল মোস্তফা রাফি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এবং স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট